বাঙালি বার্তা ডেস্কঃ বুধবার দুপুরে বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজ থিয়েটারের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সরকারি নাজির আখতার কলেজ থিয়েটারের সভাপতি শিমন আহম্মেদ বাদলের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সোনাতলা থিয়েটারের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সহ-সভাপতি ও বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, ভোর হলো’র সভাপতি শাহাদৎজামান শাহীন। পরে মোঃ তুষার মাহমুদকে আহ্বায়ক, এ এস এম নিয়ামুল হাসান বাঁধন, জনি আহম্মেদকে যুগ্ম আহ্বায়ক ও সুমন, শাফায়াত শাওন, নোমান, বিপুল, ইমদাদুল, সিহাব, মামুন, সৈকত, সজিব, আল-আমিন, জিতু খাতুন, জিয়ান, লোকমান এবং পলাশকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …