কত ফাগুন এলো গেল
কত গাছের পাতা ঝড়ল
কত ফুলে মুখরিত হল এই প্রকৃতি;
শুধু তুমি এলে না বলে
আজও আমি হলুদ পাঞ্জাবীটা
বের করিনি ওয়ারড্রোব থেকে।
হয়তো তাতে এখন কালো তিল পরেছে।
শুকনো পাতার মচমচে আওয়াজ শুনেও
পাতাঝড়া গাছটার দিকে ফিরেও তাকাইনি আমি,
পাশের ডালে বসে
কোকিল আজও গান গায়
শুধু তাল মিলাতে না পেরে
গলা খেঁকিয়ে কাশি দিয়ে বলি-
কত ফাগুন এলো গেল
শুধু তুমি এলে না বলে
আজও আমি গোলাপের
ঘ্রাণ নিতে পারলাম না।
Check Also
বসন্ত বাতাসের উচ্ছ্বাসভরা দিনে সোনাতলার ছয় স্থানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা
ইকবাল কবির লেমনঃ বসন্ত বাতাসের উচ্ছ্বাসভরা দিনে বগুড়ার সোনাতলা উপজেলার ছয় স্থানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির …