বুন্দিয়ার রসের মতো জিবে জল জমেছে।
ছোলার সাথে পেঁয়াজু আর বেগুনীর
সংমিশ্রণের ঘ্রাণ নাকে এলে
জিহ্বার লালা গুলো গলা বেয়ে নিচে নামে।
ঢোক গিলতে গিলতে চোখ যায় খেজুরে
কলা ও শসাও পাশেই ছিল।
নফসকে দমক মানিয়ে
চোখ তুলে দেখি
চিনিজল থেকে লেবুর সুবাস আসে
তৃষ্ণার্ত কলিজাটা খা খা করে উঠে।
চোয়ালের লালায় আমি আবারো ঢোক গিলি।
গুরের সরবতের গ্লাসটা হাতে থাকা সত্বেও
আমি আবারো মুখের লালাটুকু
গলা দিয়ে নিচে নামিয়ে ফেলি।
ছোলা বুন্দিয়া পেঁয়াজু বেগুনীর সাথে
মুড়ি মেখে নিয়ে আমি অপেক্ষা করি
আমার স্রষ্টার একটি হুকুমের
যে হুকুমের অপেক্ষায়
শিঙ্গা হাতে ইসরাফিল।
Check Also
ড.আজাদুর রহমানের কবিতা
তোমার দুঃস্থ আঙুল থেকে যা কিছুই ঝরে পড়ুক শব্দে অথবা নিঃশব্দে, যা কিছুই তুমি বলো …