জয়নুল আবেদীন,স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের কাইপাড়া চরে সেনাবাহিনীর নির্মিত আশ্রায়ণ প্রকল্পের Ñ২ ঘর গত বুধবার উদ্বাধন করা হয়েছে। নব নির্মিত এ প্রকল্পের উদ্বোধন করেন রংপুর সেনানিবাসের ৩৬ এসটি ব্যাটালিয়ান এর অধিনায়ক লেঃ কর্নেল তন্ময় তালুকদার পি এস সি। পরে লেঃ কর্নেল তন্ময় তালুকদার পি এস সি সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর এর কাছে আশ্রায়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করেন। পরে প্রকল্প এলাকায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে বৃক্ষরোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা প্রকল্পাস্তবায়ন কর্মর্ক্তা মিঠুন কুন্ডু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, হলদিয়া ইউপি চেয়ার ম্যান ইয়াকুব আলী প্রধান, প্রকল্প ঠিকাদার আনোয়ার হোসেন,ইউপি সদস্য আব্দুর মজিদ প্রমূখ।
Check Also
সাঘাটায় সর্দার ফাউন্ডেশনে’র উদ্বোধন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার ৫ নং কচুয়া ইউনিয়নে পশ্চিম কচুয়া গ্রামে সর্দার ফাউন্ডেশন উদ্বোধন করা হয়েছে। …