জয়নুল আবেদীন,স্টাফ রিপোর্টারঃসাঘাটায় অগ্নিকান্ডে চার পরিবারের পাঁচটি ঘর পুড়ে ছাই হয়েছে। ৩মার্চ বুধবার দুপুরে কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে খোকন মিয়া, তমিজউদ্দিন, ময়নুল হোসেন ও মন্টু শেখের ঘরে আগুন লাগে।স্থানীয় লোকজন বোনারপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থল এসে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বলেন, তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, পরিবারগুলো অতি গরিব তাদের সরকারি সহায়তা দেয়া দরকার।
ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হামিদ মিয়া জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তা না হলে পাশাপাশি অনেক পরিবারের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।
Check Also
গোবিন্দগঞ্জে কোচের সাথে পিকআপের সংঘর্ষে ২ জন হতাহত
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচের সাথে বিপরীত …