জয়নুল আবেদীন, বিশেষ প্রতিনিধিঃ সাঘাটায় মায়ের ধাওয়ায় অটোরিক্সার চাপা পড়ে শনিবার বিকেলে তানিয়া আক্তার নামে (৬) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে । সে উপজেলার পবনতাইড় গ্রামে সৌরভ মিয়ার মেয়ে। বন্যার পানির কারণে সৌরভ পরিবার পরিজনসহ ডাকবাংলা-সুজালপুর সড়কের উপর আব্বাস আলীর মেশিন ঘরের পাশে প্রায় ২০ দিন ধরে দিনাতিপাত করে আসছে । শনিবার বিকেলে তুচ্ছ ঘটনায় তানিয়ার মা তানিয়াকে ধমক দিয়ে ধাওয়া করে এমন সময় সড়কে চলন্ত একটি অটো রিক্সার চাপায় পড়ে তানিয়া অজ্ঞান হয়ে পড়ে । সাথে সাথে সাঘাটা উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Check Also
বাবার মৃত্যুর ১৯ দিন পর জন্ম নিলো দুর্ঘটনায় নিহত পরমাণু প্রকৗশলীর দ্বিতীয় সন্তান
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাওছার …