জয়নুল আবেদীন, বিশেষ প্রতিনিধি : সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের ভাটিবেড়া গ্রামের জলিল মোল্লার ছেলে সাখাওয়াত হোসেন তার ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপলক্ষে বন্যার্ত ২ শত পরিবারের মাঝে সেমাই,চিনি ও মুড়ি বিতরণ করেছেন। শুক্রবার বিকেলে নিজবাড়ি থেকে তিনি নিজেই এ সব ঈদসামগ্রী বিতরণ করেন। সাখাওয়াত হোসেন জানান, আমি নিজেই গরিব মানু্ষ তার পরও প্রতিবেশীদের নিয়ে এক সাথে ঈদ করার জন্য নিজের জমানো টাকা দিয়ে সেমাই,চিনি ও মুড়ি ক্রয় করে অসহায় লোকদের মাঝে বিতরণ করছি।
Check Also
বাবার মৃত্যুর ১৯ দিন পর জন্ম নিলো দুর্ঘটনায় নিহত পরমাণু প্রকৗশলীর দ্বিতীয় সন্তান
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাওছার …