সাঘাটা প্রতিনিধিঃ দেশের শীর্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এফসিডিও ও ইউরোপিয়ান উন্নয়ন যৌথ অর্থায়নে এবং পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতয় এসকেএস ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়িত প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা মঙ্গলবার সাঘাটা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন,সাঘাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর। এসকেএস ফাউন্ডেশনের সহকারি পরিচালক পলাশ কুমার কুন্ডু, সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার আবু সুফিয়ান, মহিলা বিষয়ক অফিসার পবন কুমার সরকার, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রমূখ।
এছাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।সভায় প্রকল্পে সর্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
Check Also
সাঘাটার চরে সেনাবাহিনীর নির্মিত আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন
জয়নুল আবেদীন,স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের কাইপাড়া চরে সেনাবাহিনীর নির্মিত আশ্রায়ণ প্রকল্পের Ñ২ ঘর …