জয়নুল আবেদীন,স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলা হাসপাতালে গতকাল বৃহস্পতিবার আরো ৪শত ৪৭ জন কে কোভিড -১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে। গত ৭ ফেব্রুয়ারী হতে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত ১০ দিনে মোট ২ হাজার ৪৩ জনকে এই টিকা দেয়া হয়েছে। রেজিষ্ট্রেশন করার পর প্রশিক্ষণপ্রাপ্ত লোকদের মাধ্যমে সর্তকতার সাথে এই টিকাদান কার্যক্রম চলছে।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আরিফুজ্জামান জানান, সমাজের সচেতন মানুষের পাশাপাশি শ্রমিক, দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ যাতে এই টিকা নেয়ার প্রতি আগ্রহ বাড়ে এজন্য গ্রামে গ্রামে উঠান বৈঠক করে লোকজনকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ফলে মানুষের মধ্যে প্রতিদিন এই ভ্রাকসিন নেয়ার প্রতি আগ্রহ বাড়ছে।
Check Also
সাঘাটায় সর্দার ফাউন্ডেশনে’র উদ্বোধন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার ৫ নং কচুয়া ইউনিয়নে পশ্চিম কচুয়া গ্রামে সর্দার ফাউন্ডেশন উদ্বোধন করা হয়েছে। …