জয়নুল আবেদীন ,বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জাতীয় শিশু দিবস ও মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ্উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৮ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দিবসের শুভ সূচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ,আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, বোনাপাড়া পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ এনায়েত কবির, যুবলীগ সভাপতি হারুন-অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, ভরতখালী ইউপি চেয়ারম্যান শামছুল আজাদ শিতল। উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যেগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অন্যদিকে জুমারবাড়ী, ঘুড়িদহ, সাঘাটা, ভরতখালী, পদুমশহর সহ স্ব-স্ব ইউনিয়নের উদ্যেগে অনুরুপ কর্মসূচী পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু, মোশারফ হোসেন সুইট, তৌহিদুজ্জামান স্বপন, আফজাল হোসেন প্রমুখ।
Check Also
সাঘাটায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবা-মেয়ে আহত
জয়নুল আবেদীন,স্টাফ রিপোর্টারঃ জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা জাহিদুল ইসলাম (৫৫) ও …