জয়নুল আবেদীন, বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় শুক্রবার দুপুরে বজ্রপাতে সাহাদত হোসেন(১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা গ্রামের সাবু মিয়ার ছেলে বগারভিটা হাফেজিয়া মাদ্রাসা ছাত্র।
প্রতিবেশী লোকজনের সাথে বাড়ির পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে সাহাদত অজ্ঞান হয়ে পড়ে। সাথে থাকা লোকজন সাথে সাথে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
বাবার মৃত্যুর ১৯ দিন পর জন্ম নিলো দুর্ঘটনায় নিহত পরমাণু প্রকৗশলীর দ্বিতীয় সন্তান
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাওছার …