জয়নুল আবেদীন,সাঘাটা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশন যৌথ ভাবে- বেতন বৈষম্য নিরসনের দাবিতে গতকাল ২৬ নভেম্বর হতে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি পালন শুরু করেছে। গত ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সাঘাটা উপজেলা হাসপাতালের সামনে দাঁড়িয়ে কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচী পালন করে। এসময় টেকনিক্যাল পদমর্যাদার দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সাঘাটা উপজেলা সভাপতি ফরিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ মিয়া, স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী ছাইদুর রহমান,মেহেদী হাসান প্রমূখ।
Check Also
রংপুর চিনিকলের আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের হাহাকার কমলো নাঃ চেয়ারম্যানও শোনালেন হতাশার বাণী
মনজুর হাবীব মনজু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে : বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার (বিএসএফআইসি) ভুল সিদ্ধান্তের …