জয়নুল আবেদীন, বিশেষ প্রতিনিধিঃ সাঘাটা উপজেলায় বাঙালি নদীর উপর নির্মিত মেলান্দহ সেতুতে ফাটল ধরেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ফলে সেতুতে যেকোন সময় বড়ধরণের দুর্ঘটনা ঘটনার আশংকা রয়েছে। মাত্র কয়েক বছর আগে গাইবান্ধার সাঘাটা, বোনারপাড়া, জুমারবাড়ী- সোনাতলা সড়কে বাঙ্গালী নদীর উপর সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে মেলান্দহ সেতু নির্মাণ করা হয়।সেতুটির নির্মাণ ব্যয় হয় ১৪ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার টাকা।
নদীর গতিপথ অনুযায়ী পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। ১৪ কোটি ৩৫ লাখ টাকা ৫৪ ব্যয়ে ২৬০ মিটার, অপরটি ৩১ মিটার দৈর্ঘও ৯,৫০মিটার প্রস্ত এবং ৩৬.৬০ মিটার ওয়েল ও পাইল ফাউন্ডেশন পিসি গার্ডার পাশাপাশি ২ টি এ দুটি মেলান্দহ সেতু নির্মাণ করা হয়। সেতুটি সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ঢাকার ঠিকাদার ময়ন উদ্দিন বাসু নির্মাণ কাজ সম্পন্ন করেন। নির্মিত সেতুটি বিগত ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারী ততকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিক ভাবে খুলে দেন। কিন্তু উদ্বোধনের ৩ বছর অতিবাহিত হতে না হতেই ইতিমধ্যেই ২৬০ মিটার সেতুর দ্বিতীয় গার্ডার হতে তৃতীয় গার্ডার পর্যন্ত উপরের ভাগে লম্বালম্বি ফাটল ধরেছে। ফলে সেতু নির্মাণে ব্যবহৃত সামগ্রীর গুনগত মান নিয়ে এলাকাবাসির মধ্যে প্রশ্ন উঠেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ জানান, সেতুর কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যে সেতুতে ফাটল ধরেছে। দ্রুত মেরামত করা না হলে ভারী যানবাহন চলাচলের কারণে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।সড়ক ও জনপথ বিভাগের গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, সেতু ফাটল ধরার বিষয়টি আমার জানা ছিল না। তবে দ্রত তদন্ত করে মেরামত করা হবে।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …