জয়নুল আবেদীন, বিশেষ প্রতিনিধিঃ সাঘাটায় বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সকাল ১১ টায় উপজেলা হাসপাতাল চত্বর থেকে র্যালী বের করে সাঘাটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাসুদ পারভেজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অফিসার কাইয়ুম আলী, মেডিকেল অফিসার ডাঃ ইয়াসমীন খুর্শিদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জাবেদ আলী সরদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পরিবার পরিকল্পনা পরিদর্শক আশরাফুল আলম, সেকেন্দার আলী, রুহুল আমিন ,এসএ সিএমও আব্দুর রাজ্জাক প্রমূখ। পরে শ্রেষ্ঠ ৬ জন কর্মীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আশরাফুল আলম, সুমন মিয়া, এফডাব্লিউভি ফরিদা পারভীন, ডাব্লিউ-এ ফরিদা খাতুন, এছাড়া পদুমশহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ঘুড়িদহ ইউনিয়নকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে প্রত্যায়ন প্রদান করা হয়।
Check Also
গোবিন্দগঞ্জে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
মনজুর হাবীব মনজু,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: বাঙালির গর্ব স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের …