ষ্টাফ রির্পোটারঃ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গরীব দুঃস্থ মানুষের মাঝে শাড়ী বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য জাহিদ সকার। মঙ্গলবার বিকেলে সাঘাটা উপজেলার কামালেপাড়া ইউনিয়নের ফলিয়া দিঘর বাজারে তিনি ওই শাড়ীগুলো বিতরণ করেন। এ উপলক্ষে প্রভাষক এটিএম তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বস্ত্র বিষয়ক উপ-কমিটির যুগ্ম সম্পাদক নাজিম সুলতান কিরন, কামালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল ইসলাম শহিদ, সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইকবাল খন্দকার, সাবেক ছাত্রলীগ নেতা ডাঃ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী হায়দার আলী, জোবায়দুর মাস্টার, জয়নাল আবেদীন, মতিয়ার রহমান, বেলাল হোসেন, মহসীন আলী আকন্দ প্রমূখ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট নিহতদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রচ্ছদ / সারাদেশ / সাঘাটায় শোক দিবস উপলক্ষে দুঃস্থ মানুষের মাঝে শাড়ী বিতরণ করলেন আঃ লীগ নেতা জাহিদ সরকার
Check Also
আদমদীঘিতে ইউএনও’র বাসভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
মো: আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: এক কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এডিপির অর্থায়নে …