সাঘাটা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বেসরকারী সংস্থ এসকেএস ফাউন্ডশন,গণউন্নয়ন কেন্দ্র,নিজেরা করি ও উদয়ন স্বাবলম্বী সংস্থার সহযোগিতায় সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব,মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মদক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, মহিলা বিষয়ক অফিসার পবন কুমার সরকার, মুক্তিযোদ্ধা আজহার আলী প্রমূখ।