জেনো আমি গভীর ঘুমে আচ্ছন্ন,
একটু পরেই ভেঙ্গে যাবে ঘুম ।
সেই সাথে ভেঙ্গে যাবে দুঃস্বপ্ন
ঘুম ভাঙ্গার সাথে সাথেই
এক দৌড়ে ছুটে যাবো
আমার প্রিয় রোড কালস।
সেখান থেকে চলে যাবো টি,এস,সি
যেখানে শত শত তরুন-তরুনীর চুমুতে
পবিত্র হয় চায়ের কাপ।
তারপর চলে যাবো নৃত্যকলাতে
যেখানে রমণীর নুপুরের শব্দে
শংকা মুক্ত হবে পৃথিবী।
ঘুম ভাঙ্গলেই চলে যাবো
প্রিয়ভুমি সোনাতলাতে।
পা ধরে মাকে সালাম করবো
ভাইকে জরিয়ে নিবো বুকে ।
এক দৌড়ে চলে যাবো
কৃষ্ণচুড়া চত্বরে,
অপলক তাকিয়ে দেখবো প্রিয় জায়গাটিকে।
শেষে যাবো আমার পুণ্যভুমি পাকুরতলা
যেখানে আমার জীবনের
শেষ সময় কাটানোর কথা।
আমার প্রিয় নদী কাটাখালিতে ডুব দিবো
আমার শরীর ও মনকে করবো পবিত্র।
হে প্রভু তারপরে কি আমায়
ইহোলোক থেকে অস্তিত্ব বিলীণ
করে দেওয়া যায় না?