মো: আবু বকর সিদ্দিক বক্করআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ মানুষের নেশা তো অনেক কিছুই হতে পারে। তবে এ কেমন নেশা চা পান করা ? করোনা ভাইরাস আতংকে সারা দেশ যখন নড়েবড়ে উঠেছে ঠিক এমন সময় দেখা মেললো বগুড়ার সান্তাহারে চা খেতে আসা আব্দুস সবুর সবুজের সাথে। তিনি শুধু এক কাপ চা খাওয়ার নেশায় ছুটছে এক চায়ের দোকান থেকে আরেক চায়ের দোকানে। কিন্তু বাধ সেধেছে করোনা নামক ভাইরাসটি। কোথাও কোন চায়ের দোকান খোলা না থাকায় তিনি হতাশ হয়ে পড়েছে। তার সাথে আলাপ চারিতার এক পর্যায়ে তিনি বলেন, শুধু করোনা ভাইরাসের কারণে সান্তাহার পৌর শহরের সব চায়ের দোকান বন্ধ। আজ বুধবার শহরের বিভিন্ন জায়গা ঘুড়ে কোথাও চা পাননি তিনি এমনটিই জানান। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছে রাতে চা, চিনি কিনে রাখবেন। আর সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় নিজ হাতে চা খেয়ে বাহিরে বের হবেন। তবে আশপাশের লোকজন তার চায়ের নেশা দেখে যেন হতবাক। এ কেমন চায়ের নেশা !
এ ব্যাপারে ওই চা খেতে আসা আব্দুস সবুর সবুজের সাথে কথা হলে তিনি জানায়, আমরা অনেকেই নিয়মিত চা পান করে থাকি। এটি কোন নেশা নয়। তবে আমাদের দারুন অভ্যাসে পরিণত হয়েছে। এখন চা পান না করলে যেন অস্বস্তি মনে হয়।
Check Also
সোনাতলায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারঃ দুই চোর আটক
বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়ার সোনাতলায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আন্ত:জেলা মোটরসাইকেল চোরদলের দুইজন সদস্যকে …