মো: আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহারে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এন্টিজেন পরীক্ষা ক্যাম্প চালু করা হয়েছে । বৃহস্পতিবার দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন।
আদমদীঘি উপাজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই ক্যাম্পে মাত্র ৫৮ জন মানুষ এন্টিজেন পরীক্ষা করেছেন। এঁদের মধ্যে ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ১৪ শতাংশ। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোমিনুল ইসলাম বলেন, এন্টিজেন পরীক্ষায় উল্লেখযোগ্য সাড়া মেলেনি । যে সকল নমুনা নেগেটিভ এসেছে সে সব নমুনা আবারো বগুড়ায় পাঠানো হয়েছে ।