আবু বক্কর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ সান্তাহার সরকারি কলেজ শাখার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রান্ত গণসচেতনতা বৃদ্ধির জন্য শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট ,মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। সান্তাহার সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা মোঃ তানভী রহমান তনুর নেতৃত্বে পল্লব, হৃদয়, পিয়াল, খুসবু, হাসান, নাহিদ, সিয়াম, হোসেন, নিলয়, বাপ্পিসহ আরো অনেকে এই জনহিতকর কাজে অংশগ্রহণ করে।
Check Also
ধুনটে নববধুর লাশ উদ্ধারঃ স্বামী পালাতক
রাকিবুল ইসলাম , রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে দুলালী খাতুন (১৬) নামের এক নববধূর লাশ …