মো: আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ করোনা সতর্কতায় যখন অঘোষিত লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ২নং ওয়ার্ডের নামা পৌঁওতা গ্রামের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রশিদ। তিনি নিজ উদ্যোগে, ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী আটা, ডিম, তেল, আলু, স্যাভলন সাবান, লিফলেট ও মাস্ক বিতরন করছেন।
রবিবার বেলা ১১টায় খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন। এ সময় উপস্থিত ছিলেন সবদুল হোসেন, রেজভী, মানিক, জুয়েল, পলাশ, লিয়ন, শাহাজান, জাভেদ, চাঁনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নামা পৌঁওতা গ্রামের আশপাশের এলাকায় প্রায় ৪শ’ জন দরিদ্র মানুষের হাতে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সান্তাহারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রশিদ
Check Also
বগুড়া পৌরসভা নিবার্চনঃ বিএনপি’র মেয়র প্রার্থী বাদশার নির্বাচনী ইস্তেহার ঘোষণা
আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি: আসন্ন বগুড়া পৌরসভা নিবার্চনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের …