মো: আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারনে মধ্যবিত্ত পরিবারের পরিস্থিতি দিন দিন খারাপ অবস্থার দিকে যাচ্ছে। কঠিন অনিশ্চয়তায় পড়ে তারা অন্ধকার দেখছেন চোখে মুখে। গরিব ও নিম্ন আয়ের মানুষের হাতে খাবার এবং প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিচ্ছেন বর্তমান সরকারসহ সমাজের অনেক ধনী মানুষ। তবে মধ্যবিত্ত পরিবারের পাশে কেউ নেই। ঘরে খাবার না থাকলেও মধ্যবিত্তরা চক্ষু লজ্জায় কিছু বলতে পারছে না। ঠিক সেই সময়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে কয়েকজন বন্ধু-বান্ধব মিলে ‘মানবতার সেবায় আমরা’ নামে সংগঠনের ব্যানারে সান্তাহার পৌরসভা ও সান্তাহার ইউনিয়নের প্রায় ৫০টি মধ্যবিত্ত পরিবারের কাছে চাল, ডাল, তেল ও রোজা সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনটি । পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার যারা ১ম বার পেয়েছে তাদের বাদ দিয়ে নতুন করে আরোও প্রায় ৫০টি মধ্যবিত্ত পরিবারের কাছে বৃহস্পতিবার সারাদিন পৌর শহরের মালশন, হঠাৎ পাড়া, লকু কলোনী, ইয়ার্ড কলোনী, নিউ কলোনী, হাটখোলা, সাঁতাহার, কলসা, রেলগেট, সান্দিড়া, দমদমা বাড়িতে ঘুরে ঘুরে ঈদ বোনামের মত করে হলুদ খামে করে নগদ অর্থ পৌঁছে দেয়। প্রতিটি খামে সর্বনিম্ন ৫শত টাকা থেকে শুরু করে ১৫শত টাকা পযর্ন্ত দেওয়া হয়েছে। এ মানবিক কাজে সার্বিক সহযোগিতা করেন এমডি নয়ন হোসেন, আব্দুর সবুর সবুজ, এমরান হোসেন, খাদেমুল মাসুদ প্রমখ।
এ ব্যাপারে মানবতার সেবায় আমরা এর সংগঠক সাগর খান বলেন, ‘আমাদের এই সংগঠনে যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যক্তিগত ভাবে অর্থ দিয়ে সার্বিক সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবার সহযোগিতা পেলে আগামীতে আরোও বড় পরিসরে কার্যক্রম চলবে। মধ্যবিত্তরা করোনা যুদ্ধে বেঁচে যাবে আর বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দুরে এটাই প্রত্যাশা করি।’
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …