মো: আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সান্তাহার প্রেসক্লাব ও প্রথম আলো সান্তাহার বন্ধুসভার উদ্যোগে এলাকার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে । গত শুক্রবার থেকে শনিবার বিকেল পযর্ন্ত প্রেস ক্লাব ও বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এ সকল খাদ্য পৌঁছে দেন। খাদ্য দ্রব্যর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি মসুরের ডাল ও এক কেজি পরিমান আলু। সান্তাহার পৌরসভার চা-বাগান, ইয়ার্ড কলোনী, সাঁতাহার, রথবাড়ি, হাটখোলা ও শহর পার্শ্ববর্তি দমদমা, সান্দিড়া, পৌঁওতা, মালশন গ্রামের হোটেল শ্রমিক, ডেকোরেটর শ্রমিক, পত্রিকা বিক্রেতাসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে এ সকল খাদ্য বিতরন করা হয়। একই সাথে সান্তাহার জংশন ষ্টেশন এলাকার ভাসমান ভিখারী ও ছিন্নমুল মানুষের মাঝে তৈরী খাবার বিতরনে খাদ্য সহয়তা দেয়া হয়। সান্তাহার শহরের বৈশাখী অটোমেটিক রাইস মিলস, বুশরা অটোমেটিক রাইস মিলস ও আনিকা ফিলিং ষ্টেশন এ খাদ্য প্রদান কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন। খাদ্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, প্রথম আলো’র আদমদীঘি প্রতিনিধি খায়রুল ইসলাম, সান্তাহার বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আহসান হাবিব, সাংবাদিক হারেজ্জুজামান হারেজ, সাগর খান, মনসুর আলী, মমতাজুর রহমান, আবু বক্কর সিদ্দীক, নয়ন হোসেন প্রমূখ।