মো: আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়িতে সদ্য যোগদানকৃত পরিদর্শক (ইনচার্জ) আরিফুল ইসলামের সাথে সান্তাহার প্রেস ক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে প্রেস ক্লাব ভুবনে প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত পরিদর্শক (ইনচার্জ) আরিফুল ইসলাম, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক খায়রুল ইসলাম, হারেজুজ্জামান হারেজ, সাগর খান, তোফায়েল হোসেন লিটন, মমতাজুর রহমান, রবিউল ইসলাম রবিন, নয়ন হোসেন, আবু বক্কর সিদ্দিক, এএসআই রোস্তম ফারুক প্রমূখ। এ সময় সান্তাহার পুলিশ ফাঁড়ির নবাগত পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, মাদক বিক্রেতা, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়েসহ সকল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই।
Check Also
সারিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাহাদত জামান: বগুড়া সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। …