সাহাদত জামান, সারিয়াকান্দি, বগুড়াঃ বগুড়া সারিয়াকান্দিতে ইউ পি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ইউ পি সদস্য পলাতক রয়েছে।
উপজেলার কামালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য, ইছামারা গ্রামের আমজদের বিরুদ্ধে গত ৭ আগষ্ট শনিবার সারিয়াকান্দি থানায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অভিযোগে ধর্ষণের স্বীকার নারী বলেন, ‘গত ৫ আগষ্ট বৃহস্পতিবার ভোরের দিকে আমজাদ আমার ঘরে ঢোকে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযুক্ত আমজাদ ঘটনাটি অস্বীকার করে বলেন, ‘অভিযোগকারী একজন মানসিক প্রতিবন্ধী। তার স্বামীও পাগল। তৃতীয় পক্ষের প্ররোচনায় সে এমন অভিযোগ করেছে।’
কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদাইতুল ইসলাম বলেছেন, ‘যেহেতু বিষয়টির অভিযোগ এবং মামলা থানায় হয়েছে। ঘটনাটির সঠিক তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির সঠিক বিচার আমি আশা করছি।’
সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক এখলাছ রহমান জানান, ‘অভিযুক্ত আমজাদ এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে আমাদের থানা পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, ‘গত ৭ আগষ্ট শনিবার ভুক্তভোগী আমাদের থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ আগষ্ট একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।’
Check Also
সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে …