মাহমুদুল হাসান মুনজু, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে দু’জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।জানা যায় উপজেলার নারচী ইউনিয়নের ফকির পাড়া গ্রামের শফিকুরের মেয়ে সুমি ও মেয়ে জামাই রিপনের করোনা পজিটিভ ধরা পড়েছে।গত ১১ এপ্রিল রিপন ও সুমি নারায়নগঞ্জ থেকে নারচী গ্রামের বাড়ি আসে। তারা নারায়গঞ্জের চাসারা নামক স্থানে পপুলার ডায়গনোষ্টিক সেন্টারে মেডিসিন কর্ণারে কর্মরত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া জানান,’মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে সেখানে গিয়ে উক্ত শফিকুলের বাড়ি লকডাউন করা হয়। পরে তাদের চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আই সলিউশনে পাঠানো হয়েছে ।’
Check Also
সোনাতলায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারঃ দুই চোর আটক
বাঙালি বার্তা ডেস্কঃ বগুড়ার সোনাতলায় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আন্ত:জেলা মোটরসাইকেল চোরদলের দুইজন সদস্যকে …