বাঙালি বার্তা ডেস্কঃ সার্টিফিকেট ও ভাতা বিতরনের মধ্যদিয়ে বৃহস্পতিবার শেষ হলো সোনাতলা উপজেলার ওয়ার্ড ভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি মৌলিক প্রশিক্ষণ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আওতায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয়ের উদ্যোগে গত ২৫/০৮/২০১৯খ্রিঃ তারিখ হতে ০৫/০৯/২০১৯খ্রিঃ তারিখ পর্যন্ত ১০দিন ব্যাপী ওয়ার্ড ভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তাগণ তাদের নিজ নিজ বিভাগীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ বিষয়ে আনসার ও ভিডিপি অফিসার মোঃ নাছিমুল ফেরদৌস জানান, সোনাতলার পৌরসভার ১-৪ নং ওয়ার্ডের শিক্ষিত বেকার যুবকদেরকে প্রশিক্ষত জনশক্তিতে রূপান্তরিত করে গড়ে তোলা এবং সাবলম্বী করে গড়ে তোলাই এই প্রশিক্ষণের মুল উদ্দেশ্য।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সার্টিফিকেট ও ভাতা বিতরনের মধ্যদিয়ে শেষ হলো সোনাতলা উপজেলার ওয়ার্ড ভিত্তিক অস্ত্রবিহীন টিডিপি মৌলিক প্রশিক্ষণ
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …