আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা পৌর এলাকার কানুপুর গ্রামের মৃত তরনীকান্তের ছেলে ‘কানুপুর মৎস্য সমবায় সমিতির’ সাধারণ সম্পাদক মাছচাষী অতুল চন্দ্র প্রামানিকের পুকুরে রাতের আধারে কে বা কারা বিষ প্রয়োগ করে দুই লক্ষ টাকার মাছ নিধন করেছে। সরে জমিনে জানা যায়, উপজেলার পার্শ্ববর্তী গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে আনারুল ইসলামের কাছ থেকে ২ লক্ষ ৩৫ হাজার টাকায় ৩ বছর মেয়াদে ১একর পরিমাণের একটি পুকুর লিজ নেয়। লিজকৃত পুকুরে অতুল মাছ চাষ করে আসছে। প্রতিদিনের ন্যায় ওই পুকুরে ২৬ মে বুধবার রাত্রী ১০টায় অতুল খাবার দিতে গিয়ে দেখতে পায়, পুকুরের সমস্থ মাছ মরে পানির উপরে ভাসছে। বিষয়টি যেন অতুলের মাথায় বাজ পড়ার মতো। অতুলের হাউমাউ কান্নার শব্দ শুনে আশে-পাশের লোকজন ছুটে আসে। উপস্থিত লোকজন পুকুরের দৃশ্য দেখে অতুলকে শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে। তারা দীর্ঘশ্বাস ছেড়ে এই অমানবিক কাজ যারা করেছে, তাদেরকে অভিশাপ দিতে থাকে। এ ঘটনায় এলাকবাসী অতুলের পাশে সরকারী কর্মকর্তাদের দাঁড়ানোর আহ্বান জানান।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ মাছচাষী অতুল জানান, ‘আয়ের উৎস হিসেবে ওই পুকুরটিই তার একমাত্র সম্বল। পুকুরে মাছ চাষ করেই তার তিন ছেলের লেখাপড়াসহ সংসার চলে। তিনি আরও জানান, তার পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন হয়েছে। সরকারিভাবে কোন সহযোগিতা না পেলে পরিবারের সদস্যদের নিয়ে পথে বসতে হবে।’
Check Also
সারিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাহাদত জামান: বগুড়া সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। …