বাঙালি বার্তা ডেস্কঃ ২২ মে শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার গোসাইবাড়ি গ্রামে পুন্ড্রনগর ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম প্রধান অতিথি হিসেবে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ,বগুড়া ছাতাপট্টি ব্যবসায়ী মালিক সমি্তির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকিরুল ইসলাম লিচু,পুন্ড্রনগর ফাউন্ডেশন এর সভাপতি শাহরিয়ার আহম্মেদ আরিণ, সহ সভাপতি সুফল আহম্মেদ, সাধারণ সম্পাদক সাইফ আনাম লিংকন,পুন্ড্রনগর ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শান্ত,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহরাব ইসলাম,কোষাধক্ষ মোঃ সুমন ইসলাম,প্রচার সম্পাদক মোঃ সৌরভ হাসান,দপ্তর সম্পাদক মোঃ সম্রাট ইসলাম, আমিরুল ইসলাম,ফেরদৌস,নিফুলসহ পুন্ড্রনগর ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ
ঈদ সামগ্রী হিসেবে অসহায় মানুষদের মাঝে ৫ কেজি চাল, আধা কেজি সেমাই, আধা কেজি চিনি, আধা লিটার তেল, আধা কেজি ডাল বিতরণ করা হয়।
বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার এমন মহতি কর্মকান্ডের জন্য সাধুবাদ জানিয়ে করনার ক্রান্তিকালিন সময়ে সকল এলাকায় সামাজিক সংগঠনগুলোকে মানবিক সহযোগিতার আহ্বান জানান।