বাঙালি বার্তা ডেস্কঃ সোনাতলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের শিক্ষার্থী এবং যুব সমাজের উদ্যোগে গত ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রতিষ্ঠিত হলো সামাজিক সহযোগিতা মূলক সংগঠন “পুন্ড্রনগর ফাউন্ডেশন”। মানুষকে সাহায্য এবং সহযোগিতা উক্ত সংগঠনের মূল লক্ষ্য। সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে গণসচেতনতা তৈরী করে সুসংহত ঐক্য প্রতিষ্ঠা এবং তরুন শিক্ষার্থী সহ প্রজন্মকে মানবকল্যাণে উদ্বুদ্ধ করার মাধ্যমে সামাজিক সুবিচার ও মানুষের মানবীয় মর্যাদা নিশ্চিত করা উক্ত সংগঠনের কাজ।সংগঠনটির শ্লোগান হলো, “মানুষের জন্য,মানুষের পাশে”।
সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- মোঃ আব্দুল ওয়াহেদ ( অধ্যক্ষ, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ), মোঃ শফিকুল ইসলাম সুফী(প্রশাসনিক কর্মকর্ত্ জননিরাপত্তা বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রনালয়), মোঃজাহিদুল ইসলাম জাহিদ (বিশিষ্ট ব্যবসায়ী, ছাতাপট্টি বগুড়া), মোঃজাকিরুল ইসলাম লিচু ( মানবাধিকার বিষয়ক সম্পাদক বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ)
সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দঃ
সভাপতি- মোঃ শাহরিয়ার আহম্মেদ অরিণ (শিক্ষার্থী- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর)
সহ সভাপতি- মোঃ সুফল আহম্মেদ (শিক্ষার্থী- সরকারী আজিজুল হক কলেজ ও বিশ্ববিদ্যালয়,বগুড়া)
সাধারণ সম্পাদক- সাইফ আনাম লিংকন (শিক্ষার্থী- গ্রীন ইউনিভার্সিটি ঢাকা)
সাংগঠনিক সম্পাদক- মোঃ রুহুল আমিন শান্ত (শিক্ষার্থী সরকারী শাহ্ সুলতান কলেজ,বগুড়া)
যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ সোহরাব ইসলাম (শিক্ষার্থী- গাবতলী সরকারী কলেজ,গাবতলী বগুড়া)
কোষাধক্ষ- মোঃ সুমন ইসলাম (শিক্ষার্থী- সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া)
প্রচার সম্পাদক– মোঃ সৌরভ হাসান (শিক্ষার্থী- করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ,বগুড়া)
দপ্তর সম্পাদক- মোঃ সম্রাট ইসলাম ( শিক্ষার্থী বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ)
প্রাথমিক সদস্যঃ
ফেরদৌস আলম,শাহিন আলম,শফিকুল ইসলাম,সিহাব ইসলাম।