বাঙালি বার্তা ডেস্কঃ সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউপির সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন মণ্ডল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুরে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র,দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আইয়ুব হোসেন মণ্ডলের কনিষ্ট পুত্র সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হাই জানিয়েছেন, বুধবার বাদ জোহর সোনাতলা ফাযিল ডিগ্রী মাদ্রাসা মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
সোনাতলার তেকানী চুকাইনগর ইউপির সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন মণ্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম শাহীন, কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, বাঙালি বার্তা ডটকম সম্পাদক ইকবাল কবির লেমন ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল।
Check Also
সোনাতলা উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা দিলো মানবিক বাংলাদেশ সোসাইটি
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মানবিক বাংলাদেশ সোসাইটি সোনাতলা উপজেলা শাখা কর্তৃক উপজেলা আওয়ামী …