ইকবাল কবির লেমনঃ সোমবার বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের নিশ্চিন্তপুরে বিএডিসি কর্তৃক সেচ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, পাকুল্লা ইউপি চেয়ারম্যান ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল।
Check Also
সারিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাহাদত জামান: বগুড়া সারিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। …