আব্দুর রাজ্জাক : বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির ২০২২ সালের নির্বাচনে অংশগ্রহণকারী দাতা সদস্য,অভিভাবক সদস্য,সংরক্ষিত মহিলা অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি পদে উত্তোলনকৃত ১১ জনের মনোনয়নপত্র বাছাই শেষে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও মনোনয়ন ফরমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নাম-ঠিকানা না লেখার কারণে ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পরিসংখ্যান অফিসার সাফিউল ইসলামের কার্যালয়ে মনোনয়ন বাছাই কার্যক্রম পরিচালিত হয়। বাছাই অন্তে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন,দাতা সদস্য পদে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান,অভিভাবক সদস্য পদে সাংবাদিক রিমন আহমেদ বিকাশ,রঞ্জু শেখ,মো: জামিল ও ছামছুল শেখ,সংরক্ষিত মহিলা অভিভাবক শাম্মী আকতার,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পারভীন সুলতানা,শিক্ষক প্রতিনিধি জাফরুল ইসলাম ও রতন কুমার দাস। যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন,বালুয়া ইউপি সদস্য আপেল মাহমুদ ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম রফিকুল ইসলাম। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার সাফিউল ইসলাম জানান,বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনে দাখিলকৃত ১১ জনের মনোনয়ন ফরমের মধ্যে ৯ জনের মনোনয়ন ফরম বৈধ ও ২ জনের মনোনয়ন ফরম অবৈধ ঘোষণা করা হয়েছে।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলার বালুয়াহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …