ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ায় শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুর আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত। আদালত সোনাতলা উপজেলার বড় বাজারে অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে পিঁয়াজের অতিরিক্ত মূল্য নেয়ায় কাঁচামাল ব্যবসায়ী ফরহাদ হোসেনকে ৫০০ টাকা, জামাল হোসেনকে ১ হাজার টাকা, মোফাজ্জল হোসেনকে ১ হাজার টাকা ও বেশি মূলে চাউল বিক্রি করায় চাউল বিক্রেতা আতাউল প্রামানিককে ৫ হাজার টাকা, শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা ও জাহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম নির্ধারিত মূল্যে জিনিসপত্র বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এবং করোনা প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
Check Also
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী মতিন
কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যস্ত …