ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, শামসুল হক মণ্ডল, আওয়ামী লীগ নেতা নবীন আনোয়ার কমরেড, রবিউল খান, তরিকুল আলম স্বপন, অসীম কুমার জৈন নতুন, রফিকুল ইসলাম মতিন, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসী রূম্পা, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, কৃষক লীগের আহ্বায়ক নাহিদ হাসান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, যুগ্ম আহ্বায়ক শামীম রাব্বী প্রমূখ। পতাকা উত্তোলন শেষে কেক কর্তন করেন ও র্যালীতে অংশ নেন। পরে তিনি বাংলাদেশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেকের সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
Check Also
সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় জাতীয় শিশু সপ্তাহ উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে …