ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ আগামী ২৯ মার্চ বগুড়া-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পীর নৌকা প্রতীক ও বিএনপি মনোনিত প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির এর নৌকা প্রতীক এর সমর্থনে পৃথক পৃথক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর ইউনিয়ন ও তেকানী চুকাইনগর ইউনিয়নের ৯ টি স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন,সাবেক উপ-দপ্তর সম্পাদক মাশরাফী হিরো, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক, অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলম মুন্সী, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী বলেন, সোনাতলা-সারিয়াকান্দির উন্নয়নে নিবেদিতপ্রাণ ছিলেন জননেতা আব্দুল মান্নান। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্তকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকিরের ধানের শীষ প্রতীকের সমর্থনে জোড়গাছা ইউনিয়নের মধ্যদিঘলকান্দি, লোহাগাড়া, পৌর এলাকার গড়চৈতন্যপুর, মধুপুর ইউনিয়নের শালিখা গ্রামে ও পাকুল্লা ইউনিয়নের শ্যামপুরে বিকাল ৫টা পর্যন্ত ৫টি স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় পৌর এলাকার গড়চৈতন্যপুরে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন রঞ্জুর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী ২৯ মার্চ হবে ধানের শীষের বিজয়ের দিন। এ দিন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে বিএনপির প্রার্থী আহসানুল তৈয়ব জাকিরকে ভোট দিয়ে বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করতে হবে। তিনি সেইসাথে নেতা-কর্মীদর ঐক্যবদ্ধ থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি মনোনীত প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি নেতা ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, পৌর বিএনপি নেতা শরিফুল ইসলাম খান নিপু।
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …