বাঙালি বার্তা ডেস্কঃ সোনাতলায় মঙ্গলবার দিনব্যাপী সামাজিক সংগঠন আলোর প্রদীপের কার্যপরিষদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাবিলপুরে আলোর প্রদীপ কার্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট প্রদান করে ৮৪ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটার। নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আরিফ হাসান সঞ্চয়, সাজেদুর আবেদীন শান্ত ও আব্দুল আলিম। নির্বাচন পর্যবেক্ষণ করেন সোনাতলা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক নিপুন আনোয়ার কাজল ও বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন। এ সময় আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এম এম মেহেরুলসহ সংগঠনের নেতৃবৃন্দ। ভোট গণনা শেষে এসএম আহসান কবির, আজাদ হোসেন,মোখছেদুল ইসলাম, শামীম ইসলাম, এসএম সামিউল ইসলাম, বোরহান উদ্দীন হাসিব,ইন্নাতুন মসনবী,ছাবিদুর রহমান ও ইমরান হোসেন সজিবকে বিজয়ী ঘোষণা করা হয়।
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …