ইকবাল কবির লেমনঃ ঈদুল আযহা উপলক্ষ্যে শুক্রবার সকালে বগুড়া’র সোনাতলা উপজেলার তিন ইউনিয়নের অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নগুলো হলো-পাকুল্যা, তেকানী চুকাইনগর ও মধুপুর। প্রধান অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন ও চাল বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.মিনহাদুজ্জামান লীটন ও সংসদ সদস্য পুত্র সাখাওয়াত হোসেন সজল। বক্তব্য রাখেন পাকুল্যা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মাসরুবা রাসেল, তেকানী চুকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক প্রভাষক নুর আলম লিখন, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ। ওইদিন পাকুল্যা ইউনিয়নের ১৫ শ’ ১৫ জন, তেকানী চুকাইনগরের ৮শ’ ৪৯ জন ও মধুপুর ইউনিয়নের ১২ শ’ ৩৪ জন অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে এ উপহার প্রদান করা হয়।
Check Also
ধুনট উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
রাকিবুল ইসলাম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের ১ বছর মেয়াদি কমিটি গঠন করা …