ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ বুধবার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, চিত্রাঙ্কণ-রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, উপজেলা মৎস্য অফিসার এমদাদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ, এসআই নিরঞ্জন, আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল, আরিফ হাসান সঞ্চয় ও সাজেদুর আবেদীন শান্ত। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
Check Also
সোনাতলায় ভাসমান অবস্থায় পাওয়া গেল নবজাতকের লাশ
ইকবাল কবির লেমনঃ বগুড়ার সোনাতলায় মন্ডমালা কালিমন্দির সংলগ্ন বেইলি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া গেছে …