ইকবাল কবির লেমনঃ করোনা ভাইরাসের আক্রমণে দিশেহারা দেশ, সর্বত্রই এক অজানা আতঙ্ক, মানুষ হয়ে পড়েছে কর্মহীন। এমনি মুহূর্তে সোনাতলা উপজেলা মানবিক সহায়তা তহবিলে দশ হাজার টাকা প্রদান করলেন টিজিএসএস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছাইফুল ইসলাম। সোমবার দুপুরে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলমের নিকট তিনি এ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিপুন আনোয়ার কাজল, বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ ও আল হাসান লিটন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিগত সময়ে টিজিএসএস লিঃ এর চেয়ারম্যান সাধারণ মানুষের মাঝে মাস্ক ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলায় উপজেলা মানবিক সহায়তা তহবিলে দশ হাজার টাকা প্রদান করলেন টিজিএসএস লিঃ এর এমডি
Check Also
বগুড়া পৌরসভা নিবার্চনঃ বিএনপি’র মেয়র প্রার্থী বাদশার নির্বাচনী ইস্তেহার ঘোষণা
আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধি: আসন্ন বগুড়া পৌরসভা নিবার্চনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের …