আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার বিকেলে বগুড়ার সোনাতলায় উপজেলা যুবলীগের উদ্যোগে নৌকার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটোর সভাপতিত্বে স্থানীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল ,পৌর যুবলীগের আহ্বায়ক নাহিদ হাসান জিতুসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় জেলা যুবলীগ নেতা আলহাজ্ব, সাজেদুর রহমান সিজু, রবিউল হায়াৎ পটোলসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
কর্মীসভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কার প্রার্থী সাহাদারা মান্নান শিল্পীকে বিজয়ী করতে জনগণের সাথে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।