আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার সকালে সোনাতলায় বঙ্গবন্ধু মিলনায়তনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এক্সিম ব্যাংকের উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ করেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান ও এক্সিম ব্যাংকের প্রতিনিধি। ৫০ জন মানুষের মাঝে বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১০ কেজি আলু, ২ কেজি ডাল, ২ টি সাবান ও নগদ ৩০০ টাকা। সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …