বাঙালি বার্তা ডেস্কঃ বৃহস্পতিবার বিকেলে সোনাতলার কাবিলপুরে শিখা কোচিং সেন্টারের উদ্যোগে ২০১৯ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোচিং সেন্টারটির পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঙালি বার্তা ডটকম সম্পাদক ইকবাল কবির লেমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম,আমলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সলিম উদ্দীন, আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল, বকুল আহম্মেদ, মেহেদী হাসান সজিব,আবু জুবায়ের নূর। মানপত্র পাঠ করে মানতাশা আকতার শাম্মী ও আবিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালন করে শিহাব উদ্দীন ও নাসরিন আকতার মিম।
Check Also
সোনাতলায় বিদ্যুৎ বিড়ম্বনায় জনভোগান্তি চরমে
রবিউল ইসলাম শাকিলঃ বগুড়া জেলার সোনাতলা উপজেলায় গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বিদ্যুৎবিড়ম্বনা লক্ষ্য করা যাচ্ছে। …