বাঙালি বার্তা ডেস্কঃ সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা গ্রামের ঢাকা ফেরত চার ব্যক্তির (উপসর্গ থাকা) কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। গত শনিবার ওই চার ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজমাহীতে পাঠানো হয়েছিলো। নমুনা পাঠানোর ৪৮ ঘন্টা পর এ ফলাফল পাওয়া গেল। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা উপজেলা প্রশাসন।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …