ইকবাল কবির লেমনঃ বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। মৃত ব্যক্তি সোনাতলা উপজেলার পৌর এলাকার চমরগাছা গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত ২ টায় তাকে সোনাতলার চমরগাছায় দাফন করা হয়েছে।
জানা যায়, বেশ কিছুদিন যাবত, সিরাজুল ইসলাম জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন। এ অসুস্থতার কারণে সোনাতলার একটি ক্লিেিনকেও তিনি চিকিৎসা নিয়েছেন। সুস্থ না হওয়ায় কয়েকদিন আগে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে কোন সমস্যা হলে তাকে আবারো দেখা করতে বলেন। কিন্তু তাদের উপদেশ অমান্য করে সিরাজুল ইসলাম অন্য কোন চিকিৎসকের কাছে যান। বৃহস্পতিবার তার অবস্থা জটিল হলে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির স্বল্পতম সময়ের মধ্যে তার মৃত্যু হয়।
রাতেই তার লাশ সোনাতলায় নিয়ে আসা হলে প্রশিক্ষিত ৫ জন ইমাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম, ডাঃ মেহেদী হাসান লেমন ও দি অল্টারনেটিভ ইয়্যুথ ফোরামের সমন্বয়কারী আবু মান্নাফ খান সৈকত যথাযথ প্রটোকল মেনে জানাযায় অংশ নিয়ে লাশটির দাফন সম্পন্ন করেন। তার নমুনা সংগ্রহ করে বগুড়া শহীদ জিয়াউর রহমানা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …