আব্দুর রাজ্জাক, স্টাফ রির্পোটারঃ বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের (টিএলসিএ) যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী ডাঃ মুহাম্মদ হযরত আলীর ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন করোনাকে জয় করায় ফুলেল শুভেচ্ছা ও ছাড়পত্র প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামাল আয়োজনে করোনা রোগী মুহাম্মদ হযরত ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিনকে বগুড়া ডিসি অফিসের অর্থায়নে দুজনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মিনহাদুজ্জামান লীটন, নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম, ডাঃ শাথিল, শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল।
উল্লেখ্য গত ১৯ এপ্রিল রবিবার তার প্রথম নমুনা পরীক্ষা হয় এবং ২২ এপ্রিল বুধবার রিপোর্ট আসে করোনা পজেটিভ। দ্বিতীয় বারের নমুনা সংগ্রহ করে ২৩ এপ্রিল রিপোর্ট আসে ২৯ এপ্রিলে নেগিটিভ, তৃতীয় বার ৩০ এপ্রিলে নমুনা সংগ্রহ ০৪ মে রিপোর্ট আসে নেগিটিভ। তার স্ত্রীর মোছাঃ ছাবিনা ইয়াছমিনের নমুনা সংগ্রহ করা হয় ২৩ এপ্রিলে ২৭ এপ্রিলে রিপোর্ট আসে নেগেটিভ রিপোর্ট সন্দেহে আবারও পরীক্ষার পরে ২৮ এপ্রিলে রিপোর্টে পজেটিভ পাওয়া যায়। তার স্ত্রীর সর্ব শেষ ৩০এপ্রিল নমুনা সংগ্রহ হয়েছে আজ অবধি রিপোর্ট আসেনি। তার ছেলে সাইফি আল-আফিরিদি ২৩ এপ্রিলে প্রথম নমুনা সংগ্রহ করে কোন রির্পোট হাতে পায়নি। তবে ০৩ মে আবারও নমুনা সংগ্রহ করে ৬ ই মে সকালে রির্পোট পাওয়া যায় নেগেটিভ।
Check Also
বগুড়ায় বাসদ( মার্কসবাদী) অফিসে হামলাকারীদের গ্রেফতার ও ৫ দফা বাস্তায়ন না করলে ৭ ফেব্রুয়ারী ধর্মঘট- সংগ্রাম পরিষদ
খবর বিজ্ঞপ্তিঃ হামলাকরী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি ২৮ জানুয়ারির মধ্যে …