আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির পক্ষে সোনাতলা-সারিয়াকান্দি নির্বাচনী এলাকার ২শত ৫০টি গরীব দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন ও বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সদস্য জিয়াউল হক লিপন, প্রয়াত মরহুম এমপি হাবিবুর রহমানের পুত্র বিএনপি নেতা শাকিল রেজা বাবলা, সদর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক আনছার আলী মোল্লা, দিগদাইড় ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তাক আহম্মেদ তরুন, সদর ইউনিয়ন ইউপি সদস্য আব্দুস ছালাম, পৌর কাউন্সিলর লাজু, বিএনপি নেতা নুরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল আজিজ হিরা, যুবদল নেতা উজ্জল হোসেন খোকন, পাভেল, রতন প্রমূখ। এর আগে প্রধান অতিথি উপজেলার দিগদাইড় ইউনিয়নের মহিচড়ন হাইস্কুল মাঠে ৩শত গরীব দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
প্রচ্ছদ / বগুড়ার খবর / সোনাতলায় করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় বিএনপির পক্ষে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
Check Also
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মোঃ আব্দুল ওয়াদুদ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল …