ইকবাল কবির লেমন, বাঙালি বার্তাঃ বগুড়ার সোনাতলায় পবিত্র ঈদুল ফিতরের আগের দিন হয়ে গেল বঞ্চিত শিশুদের রঙিনে রাঙিয়ে তোলার এক ব্যতিক্রমী কর্মসূচি। ওইদিন সকালে ( ৪ জুন, শুক্রবার) সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১২০ শিশুকে দেয়া হয় নতুন রঙিন কাপড়। নতুন রঙিন কাপড় পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে শিশুরা।
ব্যতিক্রমী এ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম, পৌর কাউন্সিলর ও সোনাতলা থিয়েটারের সভাপতি নিপুন আনোয়ার কাজল,বাঙালি বার্তা সম্পাদক ও দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন, ক্রিকপ্লাটুন এর রাশেদুজ্জামান রণ ও আলোর প্রদীপ চেয়ারম্যান এমএম মেহেরুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর নওগাঁ ডিপু ইনচার্জ মনিরুজ্জামান মনি, ক্রিকপ্লাটুন এর রকি,রাফি,রাব্বি,দি অল্টারনেটিভ ইয়্যুথ ফোরামের আওরঙ্গজেব রিকো, নবীন, জিসান, আলোর প্রদীপের আবুল কালাম আজাদ মুন্না,আজাদ হোসেন, সাকি সোহাগ, রাকিব, রকিবুল হাসান রোকন,মেহেদী,লেমন ও রুশাদ ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ক্রিকপ্লাটুন ও সামাজিক সংগঠন আলোর প্রদীপ।
Check Also
লকডাউনের দ্বিতীয় দিনে সোনাতলায় ২টি হোটেলের ১ হাজার টাকা জরিমানা
আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় লক ডাউনের দ্বিতীয় দিনে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ ( বটতলা) …