আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা কৃষকলীগের আয়োজনে বগুড়া-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পীর নৌকার সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় সোনাতলায় আব্দুল মান্নান পৌর মিলনায়তনে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক আবু লায়েছ হোসেন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকার সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। বিশেষ অতিধির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও কৃষক লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক একেএম আযম, সাবেক সম্পাদক খোকা পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা আলহাজ¦ মাকছুদুল ইসলাম ও বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবু মোহম্মাদ জিয়াউল করিম শ্যাম্পো, সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, কৃষকলীগ নেতা মাহফুজার রহমান মাফু প্রমূখ। এছাড়াও সভায় বগুড়া জেলা কৃষকলীগ ও উপজেলা কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষে প্রয়াত এমপি আব্দুল মান্নান স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
Check Also
আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী
বাঙালি বার্তা ডেস্কঃ আজ বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক …