আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বালুয়াহাটে ৪ তলা বিশিষ্ট হাটসেড নির্মান কাজের উদ্বোধন করেছেন, বগুড়া-১ আসনের সফল এমপি আব্দুল মান্নান। শুক্রবার বিকেল ৫টায় ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে হাটসেড নির্মান কাজের উদ্বোধন শেষে বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তবে আব্দুল মান্নান বলেন, সোনাতলায় মাদক,জুয়া,বাল্যবিবাহ ও কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড চলবে না। তিনি আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ বাংদেশের মানুষ স্ব স্ব ধর্ম পালন করবে। কারো ধর্মে আঘাত হানা কিছুতেই মেনে নেওয়া হবে না। বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে সূধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,বালুয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন ও হাটের ব্যবসায়ী ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী রাসেদ ইমরান,হাটসেড নির্মান কাজের ঠিকাদার মোঃ আমিনুর রহমান,বালুয়া ইউনিয়র আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল করিম,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন,বালুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন,কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আব্দুর রাঙ্গা,ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম। এর আগে প্রধান অতিথি আব্দুল মান্নান সোনাতলা উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রত্যেক মন্দির কমিটির সভাপতির হাতে সরকারী বরাদ্দ চালের ডিও ও তার নিজ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন।
Check Also
সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবীর মা’র মৃত্যুতে শোক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী নুরুন্নবীর মা জোবেদা বেগমের মৃত্যুতে …